রাতে পর্যাপ্ত ঘুম হলেও অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথার সমস্যা দেখা দেয়। এটি একটি সাধারণ সমস্যা হলেও এটি অবহেলা করা উচিত নয়। এই সমস্যাটি দীর্ঘস্থায়ী হলে তা অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে। সকালে ঘুম থেকে ওটার পরই যদি মাথা ব্যাথা করে তাহলে তার প্রভাব আপনার গোটা দিনের কাজের ওপর পড়ে। আর এতে যে কোনও মানুষেরই শক্তি কমে যায়। বিরক্তি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সারা দিনই ক্লান্তিভাব থাকে। তবে এই বিষয়গুলিকে অবহেলা করা ঠিক নয়। তবে জেনে নিন এই সমস্যাগুলি থাকলে কী কী সমস্যা হতে পারে।
সকালের মাথা ব্যাথার কারণ
বিশেষজ্ঞদের মতে, সকালে মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে। আপনি যদি ডিহাইড্রেটেড হন তবে সকালে আপনার মাথা ব্যথা হতে পারে। অনেক সময় রাতে মদ্যপানের কারণে সকালে মাথা ভারী হয়। আপনি যদি দিনের বেলা দীর্ঘ সময় ধরে রোদে থাকেন তবে পরের দিন সকালে আপনার মাথা ব্যথা হতে পারে। মানসিক চাপ ও ঘুমের অভাবের কারণে সকালে মাথা ভার থাকে।
খারাপ মানসিক স্বাস্থ্য
হতাশা এবং উদ্বেগও সকালে মাথাব্যথার কারণ হতে পারে। কখনও কখনও অনিদ্রা সকালে মাথাব্যথা হতে পারে। ঘুমের ব্যাধি, বিষণ্নতা, ব্যথার ওষুধ এবং ক্যাফিনের কারণেও মাথাব্যথা হতে পারে।
শিফটে কাজ করা
আপনি যদি বিভিন্ন শিফটে কাজ করেন তাহলে সকালে মাথা ব্যথার সমস্যায় পড়তে পারেন। সার্কাডিয়ান রিদম ডিজঅর্ডারের কারণে এ ধরনের মানুষ অস্থির থাকে। শিফটে কাজ করা মানুষের শরীরে স্বাভাবিক ‘বডি ক্লক’ বন্ধ হয়ে যায়। ঘুমানোর এবং জেগে ওঠার সময় পরিবর্তিত হতে থাকে, যা স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং মাথাব্যথার কারণ হতে পারে।
স্লিপ অ্যাপনিয়া
স্লিপ অ্যাপনিয়াও সকালে মাথাব্যথার একটি বড় কারণ হতে পারে। অনেক সময় মানুষ সচেতনও হয় না। এটি এমন একটি অবস্থা যখন রাতে ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস সঙ্কুচিত হয়। এটি পরের দিন সকালে মাথাব্যথা এবং ক্লান্তি হতে পারে।
ঘুমের সমস্যা– কিছু কিছু ক্ষেত্রে ঘুম সংক্রান্ত সমস্যাও সকালে মাথা ব্যথার কারণ হতে পারে। মস্তিষ্কের যে অংশটি ঘুম নিয়ন্ত্রণ করে তা ব্যথাও নিয়ন্ত্রণ করে। যদি সেই জায়গাটি বিরক্ত থাকে তবে সকালে মাথাব্যথা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post