আরব সাগরে মাল্টার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারতীয় নৌবাহিনী অভিযান শুরু করেছে। জাহাজটিতে থাকা সকল নাবিকের নিরাপত্তা নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য। এনডিটিভির শনিবারের (১৬ ডিসেম্বর) প্রতিবেদনে জানানো হয়, ‘এমভি রুয়েন’ নামে মাল্টার ওই পণ্যবাহী জাহাজটি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ছিনতাই হয়। সেখানে ক্যাপ্টেনসহ ১৮ জন নাবিক আছেন।
সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। ছিনতাইয়ের পর তারা নৌযানটি সোমালিয়ার তটের দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে এডেন উপসাগরে মোতায়েন ভারতীয় নৌসেনার একটি টহলদার জাহাজ আরব সাগরে পৌঁছে অপহৃত পণ্যবাহী জাহাজটিকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। জাহাজটির ওপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনার একটি বিমানও।
শনিবার (১৬ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ছিনতাইয়ের খবর পেয়ে ভারতীয় যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। সেই সময় মাল্টার জাহাজটি ছিল আরব সাগরে। জাহাজটিকে উদ্ধার করার অভিযান এখনও চলছে।
ছিনতাইকৃত জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে, তাদের বিমানটি ক্রমাগত জাহাজটির উপর দিয়ে উড়ে গিয়ে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post