সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নিশ-২ শিক্ষা কার্যক্রম শিগগির চালু হচ্ছে। এতে করে দূরশিক্ষণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাউবি‘র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের যুগ্ম পরিচালক এম এস সঙ্গীতা মোরশেদে অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন। বক্তব্য রাখেন বাউবি‘র ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার ড. ম. শফিকুল আলম।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রোগ্রাম পরিচালনা করা হবে। দুবাইয়ের স্থানীয় সময় অনুযায়ী শুক্র ও শনিবার অনলাইনে টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রবাসীদের জন্য শেয়ার করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post