‘বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন’ স্লোগান ধারণ করে যে কোনো দুর্যোগকালীন দেশে ও প্রবাসে দুস্থ অসহায়দের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কুয়েতে দাগনভূঁইয়া প্রবাসী ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর বাদ জোহর কুয়েত সিটির রাজধানী হোটেলে সংগঠনের সভাপতি মো. সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাছুমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মো. সরুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের ব্যবসায়ী ও সমাজকর্মী বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মো. মিজান, মো. জাফর বাঙালি, আব্দুল ওহাব, আমিন হোসেন, মো. জামাল, মো. মাসুদ রানা, রুবেল তারেক হোসেন, মো. টিপু, নুর জনি প্রমুখ। দাগনভূঁইয়া প্রবাসী ফোরামের আহ্বায়ক ইউকে থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর উপস্থিত ফেনী দাগনভূঁইয়া উপজেলার কুয়েতপ্রবাসী প্রত্যেকে নিজ নিজ পরিচিতি পেশ করেন।
আরো দেখুনঃ অবৈধপথে ওমান থেকে বেড়েছে ইউরোপে যাওয়ার প্রবণতা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post