পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে যান রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা। প্রায়ই তাদের যাতায়াতে এবং বিভিন্ন কাজে বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক নামে ছয়টি ডেস্ক খোলা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে ডেস্কগুলো পরিচালনা করা হয়। এরইমধ্যে ডেস্কগুলো প্রবাসীদের কাছে বেশ সাড়া ফেলেছে। বিমানবন্দরের ছয়টি ডেস্কে তিন শিফটে ১৩ জন করে এবং সহযোগী স্টাফসহ মোট ৪৬ জনের একটি টিম কাজ করছে। যে কোনো প্রয়োজনে তাদের কাছ থেকে প্রবাসীরা সেবা নিতে পারছেন।
গত নভেম্বরে প্রধান ডেস্কের মাধ্যমে ৬৪ হাজার ৩২০ জন কর্মীর ভিসা বা আকামার মেয়াদ যাচাই করা হয়। আর ইমিগ্রেশন সংলগ্ন তিনটি ডেস্কের মাধ্যমে বিদেশগামী ১ লাখ ৯ হাজার ৯৪২ জন অভিবাসী কর্মীর স্মাট কার্ড বা বিএমইটি ক্লিয়ারেন্স যাচাই করা হয়েছে। এছাড়া কার্গো ডেস্কের মাধ্যমে প্রবাসে মৃত বাংলাদেশি কর্মীর মরদেহ গ্রহণ করা হয় ৩৭২ জনের। এছাড়া এসব ডেস্কের মাধ্যমে বিদেশগামীদের প্রয়োজনীয় কাগজপত্র বিনামূল্যে প্রিন্ট ও ফটোকপি সেবা এবং বিমানে চেক-ইন করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post