তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। আলেক্সান্দ্র পুলস শহরে আক্তার আহমেদ ও মিজানুর রহমান নামে ওই দুই বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হন। আক্তার আহমেদ সিলেটের ওসমানী নগর উপজেলার মনোহর আলীর ছেলে। আর মিজানুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার আসিদুর রহমানের ছেলে।
মরদেহ উদ্ধারের পর, ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস জানান, ২/৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানো হবে।
বাংলাদেশ কমিউনিটিসহ, জনপ্রতিনিধিরা, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সকলকে এই ধরনের অবৈধ উপায়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে করোনাকালীন সময়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে অবৈধপথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে।
ইদানীং ওমানের বিভিন্ন অঞ্চল থেকে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে অসংখ্য প্রবাসী। আবার অনেকেই বন্দী রয়েছেন ইরান, ইয়ামেন সহ ওমানের বিভিন্ন পার্শ্ববর্তী দেশে। দালালের মিথ্যা প্রলোভনে এইসব প্রবাসী ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে অবশেষে নিজেদের জীবনকে ঠেলে দিচ্ছেন হুমকির মুখে। অবৈধভাবে বিদেশে না যেতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসীরা।
আরো পড়ুনঃ ওমানে আইসোলেশন সেন্টারে নতুন রোগী ভর্তির সংখ্যা শূন্যের কোটায়
আরো দেখুনঃ অবৈধপথে ওমান থেকে বেড়েছে ইউরোপে যাওয়ার প্রবণতা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post