ভারতের মুম্বাইয়ে বৈধ নথিপত্র ছাড়া বসবাসসহ একাধিক অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) ভারতের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত এ নগরীর সেউরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার ৬ নম্বর ইউনিট। ইউনিটের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে অর্থ পাচারের অভিযোগে মুম্বাই থেকে এক জন পুরুষ এবং এক নারীকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ ডিসেম্বর) সেউরি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার একাধিক ভবন থেকে গ্রেপ্তার করা হয় আরও ৭ জনকে।
টাইমস অব ইন্ডিয়াকে বলেন ওই কর্মকর্তা, ‘গ্রেপ্তাররা ভুয়া আধার কার্ড চক্রের সঙ্গে যুক্ত। তাদের বাংলাদেশের নাগরিকত্ব বিষয়ক নথিপত্রেরও বৈধতা পাওয়া যায়নি।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post