কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ এলটিসি কাজল আটকে যায়। জাহাজটিতে ৩০০ জন পর্যটক ছিলেন। তিন ঘণ্টা চেষ্টার পর ত্রুটি সারিয়ে জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা দেয়। সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা করে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) এর ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া।
জহির ভূঁইয়া বলেন, বুধবার বিকালের দিকে সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরের মাঝপথে এসে যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচরে কাছাকাছি এলটিসি কাজল নামের পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। জাহাজে ৩০০ জনের মত পর্যটক রয়েছে। এরপর আনুমানিক তিনঘণ্টা প্রচেষ্টা চালিয়ে যান্ত্রিক ত্রুটির সমাধান হলে ঘটনাস্থল থেকে জাহাজটি টেকনাফ জেটিঘাটের উদ্দেশে রওনা দিয়েছে জানিয়েছে জাহাজ থাকারা।
তবে এ বিষয়ে টেকনাফের ইউএনও আদনান চৌধুরীর বক্তব্য জানতে প্রচেষ্টা চালিয়েও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post