বাংলাদেশে ফেরার জন্য সবকিছু গুছিয়ে রেখেছিলেন তিনি, ফ্লাইটের সময়ের আগেই বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু মঙ্গলবারের সেই রাতে ঘুমানোর পর আর উঠলেন না সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির প্রত্যন্ত জনপদ সুইহানে বসবাস করা জহির আলী (৫১)। হবিগঞ্জের চুনারুঘাটের এ বাসিন্দা দেশে ছুটিতে যাওয়ার আগের রাতেই মারা গেছেন।
জহিরের প্রতিবেশী আরেক প্রবাসী আব্দুল্লাহ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে এসব তথ্য জানান।
আব্দুল্লাহ বলেন, “আজ বুধবার দুপুরে তার বাংলাদেশে যাওয়ার জন্য শারজা থেকে এয়ার আরাবিয়ার ঢাকাগামী নির্ধারিত ফ্লাইট ছিল। দেশে যাওয়ার এয়ার টিকিট, লাগেজ গোছানোসহ সব প্রস্তুত রাখা ছিল। ফ্লাইট ধরার জন্য সকালে তার শারজা যাওয়ার কথা থাকলেও ঘুম থেকে আর উঠেননি তিনি।”
আব্দুল্লাহ জানান, রুমের লোকজন তাকে ডাকাডাকি করে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ সুইহান হাসপাতালের মর্গে পাঠায়।
জহির আলী সুইহান ক্যামেল রেইস ট্র্যাকের পাশের মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে প্রবাসী ছিলেন। দেশে তার পরিবারের সদস্য সংখ্যা পাঁচ স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে। ‘মস্তিষ্কে রক্তক্ষরণে’ জহিরের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post