আগামী ১৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সিংহাসনে বসার পর এবারই প্রথম ভারত সফরে আসছেন তিনি। এই সফরে সিঙ্গাপুর হয়ে ভারতে আসবেন তিনি, সে লক্ষ্যে বুধবার সকালেই দেশ ছেড়েছেন সুলতান। সুলতানের সঙ্গে ভারতে আসছেন তাঁর মন্ত্রিসভার ৯ জন শীর্ষ মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে সুলতানের মর্যাদায় বিশেষ সম্মান জানাবে ভারত। এই বিশেষ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু উপস্থিত থাকবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও ওমানের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সুলতানের এই সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতানের ভারত সফরের কথা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, ওমান সুলতানের ভারত সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে। বলা হয়েছে, ভারত ও ওমানের বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘকালের, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার উপরে এই বন্ধুত্ব আরও বাড়বে।
এই বছরের শুরুর দিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কৌশলগত সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে ওমান সফর করেছিলেন। সেই সফরের সময় সুলতানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়। সুলতান ইরান ছাড়া এখনও পর্যন্ত এশিয়ার অন্য কোথাও সফর করেননি। এটি গত ২৬ বছরে ভারতে ওমান থেকে প্রথম রাষ্ট্রীয় সফর। সর্বশেষ সুলতান কাবুস ১৯৯৭ সালে ভারতে এসেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post