নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেন (৩৭), যিনি একাধিক মানবপাচার মামলার প্রধান আসামি, তাকে আদালত তিনদিনের রিমান্ডে দিয়েছেন। বুধবার ( ১৩ ডিসেম্বর) থেকে রিমান্ড শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম।
এদিকে, গত ৬ ডিসেম্বর রাতে কালিয়া পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেফতার করে হরিণটানা পুলিশ। শাকিল চাঁচুড়ী গ্রামের ছাব্বির রহমান মনু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগ ওঠে। পরে গত ৬ ডিসেম্বর হরিণটানা থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা খাজা মিয়া।
এ মামলার অন্য আসামিরা হলেন- নড়াইলের চাঁচুড়ী গ্রামের রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগম। ভুক্তভোগী খাজা মিয়ার পরিবার হরিণটানা থানা এলাকায় ভাড়া থাকা অবস্থায় মিতা খানম পাচারের শিকার হন।
একাধিক ভুক্তভোগী জানান, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিতা খানমকে উদ্ধার, এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারসহ মামলাটি তদন্তের জন্য শাকিলের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post