চীনের নতুন অভ্যন্তরীণভাবে উৎপাদিত যাত্রীবাহী বিমান সি-৯১৯ বুধবার হংকংয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রদর্শিত হয়। এটি চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি চীনের বাণিজ্যিক বিমান শিল্পের উত্থানের প্রতীক।
সি-৯১৯ তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট মে মাসে চালু করেছে এবং এটি আকাশে পশ্চিমা প্রতিদ্ধীদের সাথে প্রতিযোগিতা এবং বিদেশী প্রযুক্তির ওপর চীনের নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে বেইজিংয়ের কয়েক দশক-দীর্ঘ উচ্চাকাক্সক্ষার মূল চাবিকাঠি।
মসৃণ, ন্যারো-বডি বিমানটি এখন হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদর্শন করা হচ্ছে, শনিবার শহরের ভিক্টোরিয়া হারবারের ওপর দিয়ে উড়বে।
চীনা কর্তৃপক্ষ আশা করছে সি ৯১৯ রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না (সিওএমএসি) নির্মিত বোয়িং ৭৩৭ এমএএক্স এবং এয়ারবাস এ ৩২০ এর মত বিদেশি মডেলকে চ্যালেঞ্জ করবে।
চীন দেশীয় জেটলাইনারে প্রচুর বিনিয়োগ করেছে কারণ এটি মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়, তবে সি ৯১৯ এর অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে পাওয়া যায়। জেটটি এক দশকেরও বেশি উন্নয়নের পর গত বছর উড্ডয়নের জন্য অফিসিয়াল সার্টিফিকেশন পেয়েছে কিন্তু এখনও কোনো আন্তর্জাতিক ক্রেতাকে টানতে পারেনি।
বুধবার (১৩ ডিসেম্বর) মিডিয়া এবং অতিথিরা সি ৯১৯ বিমানের প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবেন। এরপরের দুই দিন, স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা বিমানটি পরিদর্শন করতে পারবেন। আবহাওয়া অনুমতি দিলে, শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিমানটি হংকং দ্বীপের চারপাশে দুবার উড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post