মানুষের জন্য পৃথিবী। পৃথিবীর সীমানা মানুষ নির্ধারণ করেছে। মানুষই পৃথিবীর শাসক। তাই মানুষেরাই পৃথিবীর নাগরিক। পশু-পাখিদের কোনো সীমানা নেই। তারা পৃথিবীজুড়ে বিচরণ করে। তাই পশু-পাখিদের নাগরিকত্ব দেওয়া হয় না।
কিন্তু পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে কুকুরদেরও নাগরিকত্ব দেওয়া হয়। এখানে কুকুররা মানুষের মতোই অধিকার ভোগ করে। জানুন অবাক করা এই দেশ সম্পর্কে।
দেশে এমন বহু যৌথ পরিবার রয়েছে যেখানে একত্রে ২৫-৩০ জন সদস্য বাস করেন। তবে আজ আমরা এমন একটি দেশের কথা বলব যেই দেশের মোট জনসংখ্যাই মাত্র ৩৮ জন। যার মধ্যে আবার ৩টি কুকুরও রয়েছে। এটি একটি মাইক্রোনেশন, যার নাম মোলোসিয়া রিপাবলিক। এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই দেশের নাগরিকদের তালিকায় ৩টি কুকুরও রয়েছে।
এই দেশটি আমেরিকার নেভাদার কাছে অবস্থিত। এটি কেভিন বাগ নামে এক শাসকের রাজত্বে চলে। মোট ১১ একর জমিতে সীমানা রয়েছে ২ দশমিক ২৮ একর। ডেটন ভ্যালিতে নির্মিত এই মাইক্রোনেশন সম্পর্কিত অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে। এখানে কুকুররাও নাগরিকত্ব পায় এবং এর শাসক কেভিন বাগ নিজেকে স্বাধীন দেশের শাসক মনে করেন। তিনি সর্বদা সামরিক ইউনিফর্মে থাকেন এবং তার গায়ে পদক ঝোলানো থাকে। তিনি নিজেকে অনেক উপাধিতে ভূষিত করেছেন।
মোলোসিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি মাইক্রোনেশন। এই দেশের নিজস্ব মুদ্রা রয়েছে, যার নাম ভেলোরা। অর্থনীতি পরিচালনার জন্য, মোলোসিয়ায় একটি ব্যাংক রয়েছে, যার নাম ব্যাংক অব মোলোসিয়া। এই ব্যাংকে ভেলোরা মুদ্রার চিপ কয়েন এবং মুদ্রিত নোট পাওয়া যায়। শুধু তাই নয়, মোলোসিয়া আরেকটি মাইক্রোনেশন মোস্তাচেস্তানের সঙ্গে যুদ্ধও করেছে এবং জয়লাভও করেছে। এই দেশটি এখনও পর্যন্ত নিজেদের জাতীয় সঙ্গীতকে দুবার পরিবর্তন করেছে এবং এর পতাকা নীল, সাদা এবং সবুজ রঙে রঞ্জিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post