সম্প্রতি ‘গদর-২’ সিনেমা দিয়ে বলিউডে ফিরে সানি দেওলের জনপ্রিয়তা তুঙ্গে। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসা করে সানিকে বলিউডের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই মধ্যে তার নামে নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। পোস্টারে তার ছবি দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরদাসপুরের বিজেপির প্রার্থী হন সানি। প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন তিনি। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় তার কোনো দেখা মেলে না। আর এতেই ক্ষোভ এলাকাবাসীর।
গুরুদাসপুরে সানি দেওলের ছবি দিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, “নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post