ঘন কুয়াশার কারণে আজও দুটি যাত্রীবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে চলে যায়। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টার মধ্যে আসা ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসময়ের মধ্যে দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এগুলো ঘুরে গিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
এর আগে গত সোমবার রাত থেকে সকাল পর্যন্তও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ২২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়। ওইদিন ঘন কুয়াশার কারণে ১০টি যাত্রীবাহী বিমান ও ১টি কার্গো বিমান ফ্লাইট ডাইভার্ট হয়। পরে বিমানগুলো কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post