গোপন বাণিজ্য এবং অবৈধ প্রবাসী শ্রমিকদের রুখতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ওমান। প্রবাসীদের উপরে নজরদারি এবং তদারকি বাড়াতে সোমবার (১১ ডিসেম্বর) একটি যৌথ ইউনিট গঠনের চুক্তি স্বাক্ষর করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় এবং সিকিউরিটি এন্ড সেফটি কর্পোরেশন।
ওমানের শ্রমবাজারকে আরও গুছিয়ে আনার লক্ষ্যে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, অনিবন্ধিত প্রবাসীদের শনাক্ত করণ এবং প্রবাসীদের মধ্য থেকে অপরাধপ্রবণতা ঠেকাতে শ্রমকল্যাণ বিভাগের পরামর্শে নতুন এই উদ্যোগ নিলো ওমান সরকার। নতুন এই বাহিনী বা ইউনিট গঠিত হলে প্রবাসী শ্রমিক জমায়েতগুলোতে পরিদর্শ অভিযান আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার শ্রম মন্ত্রণালয়ের সদর দফতরে শ্রম মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ এবং সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল্লাহ বিন আলি আল হারথি এই ইউনিট গঠনের চুক্তিতে স্বাক্ষর করেন। শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শ্রম আইন লঙ্ঘনের জন্য ২০২৩ সালের প্রথমার্ধে মাস্কাটে ৫ হাজার ৭২৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৮৮৭ জনের ভিসা বাতিল করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post