বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্ভাবনা কম বলে মনে করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় একটি বেসরকারি জুট মিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, ‘রাজনীতি যার যার অর্থনীতি সবার। অর্থনীতি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। অর্থনীতি ঠিক থাকলে আমরা ঠিক থাকব। আমাদের সাপ্লাই চেইন যদি ঠিক থাকে তাহলে ভালো থাকব। আমাদের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের তো আর থাকার জাইগা নেই। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ ব্যবসাবান্ধব মানুষ। আমাদের সরকারও ব্যবসাবান্ধব। আমি মনে করি না যে আমাদের ওপর কোনো স্যাংশন আসবে।’
মাহবুবুল আলম আরও বলেন,
‘আমি আশা করি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। সবাই যখন ভোট দিতে আসবে, তখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে শৈলকুপার হড়রা গ্রামে আসেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। পরে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে শিল্পপতি আসলাম সেরনিয়াবাত, বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বসুমতি জুট মিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post