দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এফ-১৬ মডেলের এ যুদ্ধবিমানটি সোমবার (১১ ডিসেম্বর) সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পীত সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড়েছিল। পরে সেটি পিত সাগরে বিধ্বস্ত হয়।
রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বের হয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। গত মে মাসে একটি এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণের মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়। এর আগে গত বছরের নভেম্বরে জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় ৬ মার্কিন সেনা নিহত হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post