জামালপুরের মেলান্দহে মসজিদের মাইকে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুণীগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয়রা জানায়, জাকির এর আগে কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। তাই শেষ পর্যন্ত মসজিদের মাইকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনার দিন আসর নামাজ শেষ করে মুসুল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের বউকে তালাক দেন।
মাইকে ঘোষণা দেয়ার পরই টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি নিজেই। এরপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
জাকির হোসেন জানিয়েছেন, তার স্ত্রী ঝগড়াটে, বাড়িতে এসে না থাকায় তাকে তালাক দেয়া হয়েছে। শরীয়ত মোতাবেকই তালাক দিয়েছেন। কিছুদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাবেন বলেও জানান তিনি।
একইসঙ্গে অভিযোগ এনে শিখা জানান, ১০ বছর ধরে বিয়ে হলেও নির্যাতনের শিকার হয়ে স্বামীর বাড়িতে টিকতে পারেননি একদিনও। এখন নির্যাতনের ভয়ে দিনমজুর বাবার বাড়িতে থাকছেন। জাকির হোসেন বিয়ে করেছেন একাধিক। এ নিয়ে আদালতে মামলাও চলমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post