ওমানের ধোফার অঞ্চল সালালাহ থেকে প্রায় ৫ হাজার ৫০০ বছর পুরনো একটি বিলুপ্ত হাঙ্গরের মেগা দাঁত উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই এটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে অস্টিওআর্কলজির আন্তর্জাতিক জার্নাল।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
হাঙ্গরের এই দাতটি আরব উপদ্বীপে প্রথম আবিষ্কৃত বলে জানিয়েছে উক্ত জার্নাল। গবেষণায় বলা হয়েছে, “আরব সাগরের তীরে প্রচলিত হাঙ্গর শিকার করা এই অঞ্চলের নওলিথিক ইথোলজিকাল অ্যাসেমব্লাগুলিতে ভাল প্রমাণ ছিল। তদুপরি, প্রাচীনকালের সমুদ্রীয় শিকারিদের কয়েকটি দল এই ধরণের মাছ ধরার জন্য বেশ অভিজ্ঞ ছিলো। যা ছিল সত্যিই বেশ বিপজ্জনক। তবে গবেষকরা আরো দাবী করেছেন, এই দাতটি দিয়ে তারা বেশকিছু গবেষণা চালাবেন। যা প্রাচীনকালের জেলেদের এবং অত্র অঞ্চলের মানুষের জীবন মান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post