অভিবাসী কমানোর পরিকল্পনা থেকে কম দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য নতুন ভিসা নীতি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ভিসা সংক্রান্ত নতুন নিয়মও চালু করতে যাচ্ছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বর্তমানে দেশটির ‘ভঙ্গুর’ অভিবাসন ব্যবস্থাকে সংশোধনের চেষ্টা করছে অস্ট্রেলিয়া। সরকার বলছে, আগামী দুই বছরের মধ্যে তারা অভিবাসী অর্ধেক করে ফেলে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২–২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসী প্রবেশ করেছে ৫ লাখ ১০ হাজার। এরপরই ভিসানীতি কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া এখন থেকে নতুন নীতিমালার অধীনে ইংরেজি ভাষার পরীক্ষায় প্রবাসী শিক্ষার্থীদের ‘উচ্চতর রেটি ‘ পেতে হবে এবং শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ভিসার আবেদন অধিকতর যাচাই-বাছাই করা হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, দেশের অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post