বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পেলো ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বৃহত্তম বিমানযাত্রী অধিকার সংস্থা এয়ারহেল্প প্রকাশিত তালিকায় ৮.৫৪ স্কোর নিয়ে বিশ্বব্যাপী শীর্ষ স্থান দখল করেছে তারা। চলতি বছরের ১লা জানুয়ারী থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত বিভিন্ন তথ্যের উপরে ভিত্তি করে এবারের সেরা বিমানবন্দরের নাম ঘোষণা করা হয়।
প্রতিবছরই বিমানবন্দরের অন টাইম সেবা, যাত্রীদের সেবা সংক্রান্ত মূল্যায়ন এবং বিমানবন্দরের দোকান রেস্টুরেন্টের সেবার মানের উপর ভিত্তি করে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে জার্মানভিত্তিক যাত্রীসেবা প্রতিষ্ঠান এয়ারহেল্প। সময়নিষ্ঠতা, পরিষেবার মান এবং পরিবেশগত অবস্থা বিবেচনায় মাস্কাট বিমানবন্দর ছিলো সেরার যোগ্য দাবিদার। এখানে আছে আধুনিক সকল সুযোগ-সুবিধা, আছে দক্ষ কর্মী, বিলাসবহুল ওয়ার্কস্টেশন, শিশুদের খেলার যায়গা এবং মসজিদ। বিমানবন্দরের কর্মীরাও নিজেদের দক্ষতা এবং পেশাদারিত্ব দিয়ে যাত্রীদের সহায়তায় বেশ সুনাম কুড়িয়েছে। তালিকায় দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর আছে ৫ম স্থানে। আর দ্বিতীয় স্থানে আছে ব্রাজিলের গিলবার্তো বিমানবন্দর বিমানবন্দর।
বিশ্বসেরা ৫ বিমানবন্দরের তালিকায় আছে যথাক্রমে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিলের গুয়াররাপেস-গিলবার্তো বিমানবন্দর, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বিমানবন্দর, ব্রাসিলিয়া-প্রেসিডেন্ট জুসেলিনো বিমানবন্দর এবং কাতারের দোহা হামাদ বিমানবন্দর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post