বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানও ক্রমশ উন্নত হচ্ছে। প্রযুক্তির বিকাশের ফলে মানুষের অনেক কাজ সহজ থেকে সহজতর হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় এবার বাসযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপেই কাটা যাবে বাসের টিকিট। সোমবার (১১ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
কর্মকর্তারা জানান, শিগগিরই চালু হতে যাচ্ছে এমন সেবা । সরকার রাজধানীতে এ ধরনের পরিসেবা চালুর পরিকল্পনা করছে। মেট্রোর আদলে বাসেও এ সেবা চালুর ব্যাপার কাজ চলমান রয়েছে। তবে এ সেবাটি কার্যকর করা হবে প্রতিবেশী দেশ ভারতে
কর্মকর্তারা আরও জানান,
“ডিটিসি ও ক্লাস্টার বাসের জন্য নগর কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।”
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলে এরই মধ্যে এ সেবা চালু রয়েছে। চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপে এ পরিসেবা চালু করা হয়। পরে এটি র্যাপিড ট্রানজিট সিস্টেমে যুক্ত করা হয়।
মোট্রোরেলে টিকিট কাটার জন্য গ্রাহককে হোয়াটসঅ্যাপের নির্ধারিত নম্বরে হাই লিখে বার্তা পাঠাতে হয়। এছাড়া স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও অনায়াসে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে।
হোয়াটসঅ্যাপে এ সুবিধা জীবনকে সহজ করে তুললেও এটির নেতিবাচক দিক রয়েছে। হোয়াটসঅ্যাপে টিকিট কাটা একটি সুবিধাজনক ব্যবস্থা, তবে এর একটি অসুবিধা হল, টিকিট কাটার পর তা বাতিল করা যায় না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post