ভুয়া ওয়ার্ক পারমিট নবায়ন সিন্ডিকেট চালানোর অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। এই দম্পতির পুরুষ সদস্য বাংলাদেশি, আর তার স্ত্রী ইন্দোনেশিয়ার নাগরিক। শুক্রবার রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে জোহর অভিবাসন বিভাগ তাদের গ্রেপ্তার করে।
দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহর বারুর একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারুদ্দিন তাহির এ তথ্য নিশ্চিত করেছেন। তাহির বলেন, এই দম্পতির প্রধান টার্গেট বিদেশি কর্মী, বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা— যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করেছেন এবং আরটিকে ২.০ তে ওয়ার্ক পারমিটের আবেদন নবায়নে সমস্যায় পড়েছেন।
তিনি বলেন, নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করা এই দম্পতি প্রত্যেকটি ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য আড়াই থেকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ফি নিতেন। তাদের কাছ থেকে বাংলাদেশ ও ভারতের ১৩টি আন্তর্জাতিক পাসপোর্ট এবং নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post