কলকাতার এক তরুণের প্রেমে পড়েছিলেন পাকিস্তানের তরুণী। শেষ পর্যন্ত সেই সম্পর্ক গড়ায় বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত। দুই পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি ছিল না। কিন্তু ভিসা জটিলতায় আটকে ছিল বিয়ে। অবশেষে ৪৫ দিনের ভিসা পেয়ে ভারতে এসেছেন পাকিস্তানি তরুণী জাভেরিয়া খানম। সঙ্গে এসেছেন তার বাবাও।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন জাভেরিয়া ও তার বাবা। সেখানে অপেক্ষা করছিলেন তার হবু স্বামী সমীর খান এবং তার বাবা আহমেদ কামাল খান।
এদিন বেলা সকাল ১১টার দিকে জাভেরিয়া প্রবেশ করেন ভারতে। সোমবার জাভেরিয়াকে স্বাগত জানাতে গুরুদাসপুরে পৌঁছে গিয়েছিলেন সমীরের পরিবারের সদস্যরা। জানুয়ারি মাসে সমীর খানের সঙ্গে বিয়ের কথা রয়েছে জাভেরিয়ার। সমীর খান সংবাদমাধ্যমকে জানান, দুই দফায় ভিসা দেয়া হয়নি তার বাগদত্তাকে। এরপর তিনি সমাজসেবক ও সাংবাদিক মকবুল আহমেদ ওয়াসি কাদিয়ানের কাছে সাহায্য চান। মকবুল আহমেদ জাভেরিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেন।
জাভেরিয়াকে ভিসা দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন সমীর খান। জানুয়ারিতে বিয়ের পর জাভেরিয়া ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। এদিকে ভারতে এসে উচ্ছ্বসিত পাক তরুণী সাংবাদিকদের বলেছেন, পাঁচ বছর চেষ্টার পর তিনি ভিসা পেয়েছেন। ভারতে আসতে পেরে তিনি ভীষণ খুশি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই জাভেরিয়াকে ভালোবাসায় গ্রহণ করেছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post