ওমানে বেপরোয়া গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ৩ প্রবাসী বাংলাদেশি। শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানী মাস্কাটের ঘালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা ৩ জনকেই মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরমধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এলেও অপর একজন গুরুতর অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার শিকার ৩ প্রবাসীই চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার রেন্ট এ কার থেকে গাড়ি নিয়ে সুর থেকে দিনব্যাপী ভ্রমণে বের হয় ৩ সমবয়সী বন্ধু। তাদের মধ্যে রাসেল নামে একজন গাড়ি চালাচ্ছিলেন। সারাদিন রাশকারা থেকে ঘুরে বিকেলে মাস্কাট পৌঁছালে তারা দুর্ঘটনার কবলে পড়ে। এসময় তাদের বহন করা গাড়িটি পুরপুরি উল্টে যায়। অল্পতে প্রাণে রক্ষা পেলেও মারাত্মক চোট পান ৩ জনই। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত ৩ প্রবাসীর মধ্যে রাসেলের অবস্থা ছিলো আশঙ্কাজনক। দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে, বাকি ২ জনের মত তার মাথার একাধিক যায়গাতেও গুরুতর চোট লেগেছে। বেপরোয়া আর অনিয়ন্ত্রিত গাড়ির গতি ৩ প্রবাসীর স্বাভাবিক জীবন মুহুর্তেই বিপন্ন করে দিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post