ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী শহর তিভোলিতে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।অগ্নিকাণ্ডের পর হাসপাতালের মর্গ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, আগুন লাগার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং তার মরদেহ মর্গে রাখা হয়েছিল। ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে।
ফায়ার ব্রিগেডের সদস্যরা টার্নটেবিল মই ব্যবহার করে হাসপাতাল থেকে প্রায় ২০০ জনকে বের করে নিয়ে আসেন। যারমধ্যে এক গর্ভবতী নারী ও কয়েকটি শিশু রয়েছে। হাসপাতাল থেকে যেসব রোগীকে জীবিত উদ্ধরা করা হয় তাদের পরবর্তীতে রোমের অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অগ্নি দুর্ঘটনার পর যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে দুটি পুরুষের; আর দুটি নারীর। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, তাদের বয়স ৭৬ থেকে ৮৬ বছরের মধ্যে ছিল। আগুনে পুড়ে নাকি ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন, সে বিষয়টি নিশ্চিত নয়।
ফায়ার ব্রিগেডের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো নিরূপণ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post