মালদ্বীপে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনতে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযান শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে। এই অপারেশনের উদ্দেশ্য হলো- নিয়োগকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মালদ্বীপ সরকার অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধভাবে দেশটিতে কাজ করা এবং বসবাসকারীদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে বলে সরকার ঘোষণা করেছে। মালদ্বীপে বিপুল অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয় বলে ধারণা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post