চীন ও জর্ডানের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের অধীনে যৌথ উন্নয়ন ও নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি চীনের আরব দেশগুলোর সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের অধীনে স্বাক্ষরিত চুক্তির সংখ্যা ২২-এ উন্নীত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বুধবার বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, এ বছর হলো ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের দশম বার্ষিকী। দশ বছরে চীন ও আরব দেশগুলোর সহযোগিতার ফলপ্রসূ হয়েছে। ২০২২ সালে চীন-আরব দেশগুলোর বাণিজ্যের পরিমাণ ছিল ৪৩০ বিলিয়ন মার্কিন ডলার, তা ছিল গত দশ বছরের তুলনায় দ্বিগুণ।
২০২২ সালে চীন আরব দেশগুলো থেকে প্রাকৃতিক তেল আমদানির পরিমাণ ছিল ২৭ কোটি টন। সেই বছর চীনের মোট বৈশ্বিক আমদানির অর্ধেক। দশ বছরে চীন ও আরব দেশগুলোর মধ্যে দ্বিমুখী বিনিয়োগ নানা বৃদ্ধি অর্জন করে।
‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন আরব দেশগুলোর সঙ্গে দুই শতাধিক বড় মাপের সহযোগিতা প্রকল্প চালু হয়েছে। সহযোগিতা থেকে উভয় পক্ষের প্রায় ২ বিলিয়ন মানুষ উপকৃত হয়েছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণপণ্য ও সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post