এবার ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ প্রবাসীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে এসে উত্তরাস্থ কোয়ারেন্টাইনে ছিলেন। আজ সকালে তাদের ৫৪ ধারায় গ্রেফতারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেফতার ৮৩ জনের মধ্যে রয়েছে দু’জন কাতার ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুনঃ প্রবাসীদের করোনা ফি ১০০ টাকা করার প্রস্তাব প্রবাসী কল্যাণ মন্ত্রীর
উল্লেখ্য: এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে দেশে আসা দুই শতাধিক প্রবাসীর কোয়ারেন্টিন থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসী ছিলো বলে জানাগেছে। গ্রেফতারের দুইমাস হয়ে গেলেও তাদের ব্যাপারে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা এ ব্যাপারে প্রবাস টাইমের পক্ষথেকে তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখনো তদন্ত সম্পূর্ণ হয়নি, যেহেতু একেক জন একেক এলাকার, তাই তদন্ত প্রতিবেদন আসতে একটু সময় নিচ্ছে। অধিকাংশেরই রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে, এখন বাকি কয়েকজনের রিপোর্ট আসলেই আমরা ফাইনাল প্রতিবেদন দাখিল করবো।
আরো দেখুনঃ ওমানের আজকের সব গুরুত্বপূর্ণ খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post