মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসী কর্মীদের চলমান বৈধকরণ প্রোগ্রাম ‘আরটিকে ২.০’ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশিদের পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দেবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। সোমবার হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রণব কুমার ঘোষ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট গ্রহণ করতে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৭, ২৯ ও ৩০ ডিসেম্বর– তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে তাদেরকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
এছাড়া আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর- দুদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এক্ষেত্রে আগ্রহীদের যথাক্রমে আগামী ২০ ও ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
মালয়েশিয়ায় বর্তমানে অনথিভুক্ত বা অবৈধ প্রবাসীদের বৈধকরণ কর্মসূচি চলছে। ‘রিক্যালিব্রেশন ২.০’ নামে এই কর্মসূচি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এসময়ের মধ্যে যাতে সব প্রবাসী বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে পাসপোর্ট সেবা দিতে নতুন উদ্যোগ নিলো বাংলাদেশ হাইকমিশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post