মোবাইল ব্যবসায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের আধিপত্য বাড়ছে, রেমিট্যান্সেও রাখছে বড় ভূমিকা। এমনকি পণ্য বাজারজাতকরণে বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর এখন অনেকটাই নির্ভরশীল প্রযুক্তি কোম্পানিগুলো। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় এই খাতে দেখা দিয়েছে কর্মী সংকট।
দুবাই, সারজা, আজমানসহ সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব শহরেই প্রযুক্তি ব্যবসায় এখন বাংলাদেশিদের আধিপত্য। সম্প্রতি আলোচিত প্রবাসী ব্যবসায়ী আরাভ খানও মোবাইল শপ খুলে এই ব্যবসায় নাম তুলেছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অন্যান্য ব্যবসার তুলনায় ইলেকট্রনিক্স ব্যবসায় সবচেয়ে এগিয়ে প্রবাসীরা।
বাঙালি অধ্যুষিত এলাকার বিভিন্ন মার্কেটেও চলছে রমরমা ব্যবসা। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় লোকবলের অভাবে এই খাতে কিছুটা স্থবির দুঃস্বপ্ন উঁকি দিচ্ছে। এছাড়া, ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় কোম্পানি পরিবর্তন করে এই সেক্টরে আসতে পারছেন না প্রবাসীরা। তাদের প্রত্যাশা, দক্ষ জনশক্তি রফতানি করতে পারলে আরব আমিরাতের ইলেকট্রনিক বাজারে বাংলাদেশিদের প্রভাব আরও বাড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post