হটাত ওমানের বাজারে পেঁয়াজের চরম সংকট দেখা দিয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, “ভারত উপকূলীয় অঞ্চলে একটি সমস্যার কারণে পেঁয়াজ পরিবহনে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে ওমানের বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। মন্ত্রণালয় রফতানি কারকদের ও বন্দরের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যাতে করে খুব দ্রুত কৃষিপণ্যে ঘাটতি দূর করা সম্ভব হয়।
এদিকে ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটিতে শীঘ্রই চাহিদা পূরণের জন্য পেঁয়াজের বিকল্প উৎস সন্ধানের জন্য কাজ করছে মন্ত্রণালয়। সম্প্রতি সবজি ও ফলের ঘাটতি পূরণে আল মাওয়ালাহ কেন্দ্রীয় বাজারে ব্যবসায়ীদের সাথে কাজ করছে দেশটির সরকারের একটি দল। ইতিমধ্যেই ঘাটতি নিরসনে ভারত, পাকিস্তানি, ইরান ও মিশরের সাথে পেঁয়াজের ব্যাপারে যোগাযোগ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। খুব শীঘ্রই ওমানে ১৭শ’ টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ পুনরায় ওমান প্রবেশে আরওপির ছাড়পত্রের প্রয়োজন নেই
আরো দেখুনঃ ওমানের সালালার বাঙ্গালি বাজারে পুলিশের অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post