মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ইউটিউবার ভিউ বাড়াতে একটি বিমান ধ্বংস করেছিলেন। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের জেল দেয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানায় মার্কিন কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।
ট্রেভর জ্যাকব নামের ওই ইউটিউবার তার নিজের এক ইঞ্জিনবাহী বিমানটি নভেম্বর মাসে উড্ডয়ন করে। পরে সেটির ধ্বংস ঘটায়। বিমান বিধ্বস্তের দৃশ্যটি পরে ইউটিউবে ছাড়া হয়। এতে দেখা যায় বিমানটি উড্ডয়ন করার পর ট্রেভর জ্যাকব বিমান থেকে লাফিয়ে পড়ে। এরপরই বিমানটি পাহাড়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।
এ ঘটনার কয়েক সপ্তাহ পর তদন্তে নামে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সেবা বোর্ড এবং কেন্দ্রীয় এভিয়েশন প্রশাসন। তারা জ্যাকবকে বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করার নির্দেশ দেয়।
তবে ওই ইউটিউবার তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে সেটি সে জানে না। বিমানটির ধ্বংসাবশেষ খেঁাজার জন্য বন্ধুকে নিয়ে হেলিকপ্টারে করে ওই এলাকায় যান। কিন্তু বিমানটি তারা খুঁজে পায়নি।
তবে তদন্ত কর্মকর্তারা তদন্তে গিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে সত্যতা পায়। পরে জ্যাকভের লাইসেন্স বাতিল করা হয় এবং তাকে ছয় মাসের জেল দেয়া হয়। জ্যাকব বিমান ধ্বংস করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিধ্বস্ত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post