ওমানের উত্তর আল বাতিনাহ অঞ্চলে সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবহার অনুপযোগী ফার্নিচার জব্দ করেছে। প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে ফেলে দেওয়া কাঠ, জরাজীর্ণ কাপড় ও পুরাতন স্পঞ্জ ব্যবহার করে আসবাবপত্র তৈরি করেছিল যা গ্রাহকদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শনিবার ওমান ডেইলির এক সংবাদে এই তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, সোহারের একটি খামারে পুরানো উপকরণ ব্যবহার করে আসবাবপত্র উৎপাদন করে কিছু প্রবাসী। দেশের ভোক্তা সুরক্ষা আইন অনুসারে, কোনো পণ্য বা পরিষেবা ক্রয় ও ব্যবহারের সময় পণ্যটি স্বাস্থ্যকর কিনা তা দেখার অধিকার রয়েছে গ্রাহকের। ইতিমধ্যেই উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুরক্ষা আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং বলা হয়েছে “ওমানে কোনো ভেজাল বা নকল পণ্য বাণিজ্য করা নিষিদ্ধ। এ জাতীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধ।”
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
আরো দেখুনঃ ওমানের সালালার বাঙ্গালি বাজারে পুলিশের অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post