করোনা ভাইরাসের পুরোপুরি বিস্তার ঠেকাতে মালয়েশিয়াজুড়ে রয়েছে রিকোভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও)। চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে চলমান আরএমসিও আবারও বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
সেই সাথে চলমান স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) সহ সকল কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধগুলোও ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে তিনি জানান। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বিশেষ ভাষণে এই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
মালয়েশিয়ায় কিছু বিশেষ ফ্লাইট চালু হলেও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশটিতে কেবল ট্রানজিট যাত্রী, মালয়েশিয়ান নাগরিক, সেকেন্ডহোম কর্মসূচীর আওতায় মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন এবং স্টুডেন্ট ও প্রফেশনাল ভিসায় থাকা ব্যক্তিদেরই আপাতত প্রবেশের অনুমতি রয়েছে বলে জানাগেছে।
বাংলাদেশি সহ সকল দেশের প্রবাসী শ্রমিকরা এখনই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাচ্ছে না। তবে মালয়েশিয়ার সীমান্ত শিথিল করার পর কোভিড ১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় খুব শীঘ্রই এই নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবেন দেশটির প্রধানমন্ত্রী।
আরো দেখুনঃ এক প্রবাসী রাশেদের কান্নায় কাঁদলেন কোটি মানুষ
https://www.youtube.com/watch?v=Z8ESY2_tqtE&t=88s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post