তেলেঙ্গানায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যু হয়েছে। সোমবার তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের বিমান বাহিনী জানিয়েছে, হায়দ্রাবাদে বিমান বাহিনীর একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশযানটি উড্ডয়ন করেছিল, তখন দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। দুর্ঘটনায় উভয়ের মৃত্যু হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী বলেছে, “একটি প্লাটিপাস পিসি সেভেন এমকে টু আকাশযান আজ সকালে হায়দ্রাবাদের এএফএ থেকে নিয়মিত প্রশিক্ষণ উড়ালে যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে। এতে আকাশযানটিতে থাকা উভয় পাইলটই মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক ইঞ্জিনের প্লাটিপাস পিসি সেভেন এমকে টু আকাশযানে করে ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post