বাস-ট্রেন কিংবা লঞ্চ তৈরি করতে লোহা, স্টিল কিংবা ইস্পাত ব্যবহৃত হয়। বিমানও কি এসব উপাদানে তৈরি? উত্তর হচ্ছে না। বিমান বা উড়োজাহাজ তৈরি করতে লাগে বিশেষ কিছু ধাতব উপাদান। কারণ, যাত্রীসমেত বিমান তার নিজস্ব কাঠামো নিয়ে আকাশে ওড়ে। তাই এই উড়োযান তৈরিতে হালকা অথচ শক্ত ধাতু ব্যবহার করা হয়।
সামান্য ওজনের কিছুও শূন্যে ভাসিয়ে রাখা যায় না। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা নিচে পড়ে যায়। তাহলে বিশাল ওজনের বিমান কীভাবে আকাশে উড়ে বেড়ায়? তাও আবার এত মানুষ নিয়ে? কী দিয়ে তৈরি হয় বিমান? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়।
বিমান নির্মাণে বিভিন্ন ধরনের ধাতু ও অধাতু ব্যবহার হয়ে থাকে। ওজনে হালকা কিন্তু শক্ত এমন উপাদানই বেছে নেওয়া হয় বিমান তৈরিতে।
প্রাথমিক পর্যায়ে বিমান তৈরি হতো কাঠ দিয়ে। পরবর্তীতে ওজনে হালকা অ্যালয় বা সংকর ধাতুর খোঁজ মেলে। যা কাঠের চেয়ে বেশি শক্তিশালী। তখন থেকে কাঠের পরিবর্তে অ্যালয় ব্যবহার শুরু হয়। বর্তমানে বিমান তৈরিতে দুই ধরনের উপকরণ ব্যবহৃত হয়। ধাতব উপকরণ এবং অধাতব উপকরণ।
বিমান নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু হলো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম,ইস্পাত এবং এদের সংকর ধাতু। এছাড়া বিমান তৈরিতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। এই স্টিল ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে। পানির কাছাকাছি স্থানের জন্য এটি বেশ মূল্যবান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post