ওমানে ৩১তম সুলতান কাবুস পবিত্র কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে সুলতান কাবুস হায়ার সেন্টার ফর কালচার অ্যান্ড সায়েন্স। ওমানের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার এবারকার পর্বে নারী পুরুষ মিলিয়ে সর্বমোট ১৬৩৮ জন প্রতিযোগী অংশ নেন।
রোববার সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন সুলতান কাবুস সেন্টারের চেয়ারম্যান হাবিব বিন মোহাম্মদ আল রিয়ামি।
প্রথম স্তরে সম্পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে আল খুওয়াইর সেন্টারের সাইদ বিন আবদুল্লাহ আল হাবসি। দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ বিন সাইদ। এছাড়া কুরিয়াত সেন্টারের আল-গামারি এবং সালালাহ সেন্টারের মরিয়ম বিনতে খালেদ আল-নাজ্জার তৃতীয় স্থান অর্জন করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post