ওমানে খাবারে ইদুর পাওয়ার অভিযোগে টপ ফর্ম রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। দেখা গেছে, রেস্টুরেন্টের গ্রিল ম্যাশিনের ভেতরে একটি ইদুর ঢুকে গ্রিলড চিকেন খেয়ে যাচ্ছে। অথচ একই খাবার রেস্টুরেন্টটির কাস্টমারকেও খেতে দেয়া হচ্ছিলো।
দেশটিতে গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতই অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জনস্বাস্থ্য সুরক্ষা লঙ্ঘনের অভিযোগে কুরিয়ার ওই রেস্তোঁরাটি বন্ধ করে দেয় মাস্কাট মিউনিসিপ্যালিটি। মাস্কাট প্রশাসন বলছে, যে রেস্তোঁরাটি বন্ধ করা হয়েছে সেখানে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য বিষয়ক একাধিক বিশৃঙ্খলার প্রমাণ পাওয়া গেছে। পরে অভিযান শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের খাদ্যের মান যাচাই করতে চলমান ধারায় নিয়মিত অভিযান পরিচালনা করবে প্রশাসন। যে প্রতিষ্ঠান খাদ্য নিরাপত্তা বিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যেকোন অভিযোগ এবং তথ্যের জন্য ভোক্তাদের টোল ফ্রি 1111 নম্বরে কল করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post