অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বসবাসরত বাংলাদেশীদের অবদানের স্বীকৃতি দিতে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন নতুন একটি পুরস্কার চালু করেছে। ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ নামে এই পুরস্কারটি তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হবে।
প্রথম ক্যাটাগরিতে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে বাংলাদেশী পণ্য আমদানি করে বাংলাদেশের বাজার সম্প্রসারণে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হবে। তৃতীয় ক্যাটাগরিতে শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদান রাখার জন্য পুরস্কৃত করা হবে।
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী স্বীকৃতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির শ্যাডো মালটিকালচারাল মিনিস্টার পিটার কেইন।
বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী সাদ্দাম হোসেন নাঈম, মোহাম্মদ কাজী আবদুল কাদের, মো. মাহাতাব উদ্দিন খান ও সিফাত বিন আজাদ এবং বাংলাদেশী পণ্য আমদানির জন্য অস্ট্রেলিয়া প্রবাসী মো. শাহিনুল ইসলাম, মোহাম্মদ মুরাদ ইউসুফ ও নিউজিল্যান্ড প্রবাসী মোস্তাফিজুর রহমান খান ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন।
এছাড়া শিল্প, সাহিত্য, গবেষণায় অবদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী ড. মোহাম্মদ আজিজ রহমান ও ফিজি প্রবাসী এ বি এম শওকত আলী পুরস্কৃত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post