বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সম্প্রতি পুরুষদের আত্মহত্যা বা আত্মহত্যাচেষ্টার হার বেড়েছে, যার সঙ্গে রয়েছে অর্থনৈতিক সংকটের যোগসূত্র। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
২০০৮ সালের অর্থনৈতিক ধসের মতো সংকটের ওপর জোর দিয়ে, জনসাধারণের ওপর এর প্রভাব সংশ্লিষ্ট শতাধিক গবেষণাপত্রের ডেটা বিশ্লেষণ করেছেন কানাডা এবং যুক্তরাজ্যের গবেষকরা। এসব ডেটা বিশ্লেষণের পর তাদের পর্যবেক্ষণ বলছে, আর্থিক সংকটের সময় এবং এর পরে আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পুরুষদের মধ্যে।
এক্ষেত্রে কর্মসংস্থানের অবস্থাও বড় প্রভাবক হিসেবে কাজ করছে। কারণ যারা বেকার, তাদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা এবং মানসিক অসুস্থতার শিকার হওয়ার ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়। তবে চাকরি থাকলেও মানুষকে তা চাপ এবং উদ্বেগ থেকে রক্ষা করে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
এছাড়া সার্বিকভাবে পুরুষদের পাশাপাশি নারীদের মাঝেও আত্মহত্যার প্রবণতা বেড়েছে। উল্লেখ্য, পুরুষদের তুলনায় মানসিক স্বাস্থ্য অবনতির বেশি ঝুঁকির সম্মুখীন হন নারীরা। গবেষণায় বলা হয়েছে, আর্থিক সংকট থেকে সৃষ্ট মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বেশি ভুগছেন নারী এবং নিম্ন আয়ের লোকেরা। এজন্য চিকিৎসা নিতে তাদের হাসপাতালে যাওয়ার হারও বাড়ছে।
গবেষক দেবোরাহ তালামন্টি বলেন, “আর্থিক সংকট জনগণের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের গবেষণা এই প্রভাবকে আরও নিশ্চিত করে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post