ওমানে অনৈতিক কাজসহ বিভিন্ন অপরাধকাণ্ডে জড়িয়ে গেলো ১ সপ্তাহে বাংলাদেশিসহ শতাধিক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ শিকার, কেবল চুরি, জুয়া খেলা, মাদক পাচার এবং পতিতাবৃত্তির মত অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি প্রবাস টাইমের নিজস্ব অনুসন্ধানেও এসব অপরাধ কাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার তথ্য উঠে আসে।
এছাড়া শ্রম আইন লঙ্ঘন রোধে নিয়মিত পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীর সংখ্যাও কম নয়। সবশেষ বুধবার ধোফারে শ্রম মন্ত্রণালয়ের পরিচালিত অভিযানে অন্তত ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তাদের কয়েকজন গোপন ব্যবসা এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত। একইদিন পৃথক অভিযানে মাদকপাচারের সময় হাতেনাতে দুই প্রবাসীকে গ্রেপ্তার করে উত্তর আল বাতিনাহ কোস্ট গার্ড পুলিশ। নির্দিষ্ট তথ্য না পেলেও তারা যে এশীয় নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত সোমবার গোপন তথ্যের ভিত্তিতে সুর বাজারের বাংলাদেশি অধ্যুষিত গলিতে হানা দেয় পুলিশ। এসময় অনৈতিক যৌন কার্যক্রম ও পতিতাবৃত্তিতে জড়িত থাকার দায়ে ২ বাংলাদেশি ও এক পাকিস্তানি নারীসহ ১৪ জনকে হেফাজতে নেয়া হয়। তাদের মধ্যে ৩ জন দালালসহ ১৩ জনই প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে কমিনিউনিটি নেতারা বলছেন, যেখানে সাধারণভাবেই বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন বিরক্ত সেখানে প্রবাসীদের এমন অপরাধ কর্মকাণ্ড ভিসা চালু না হওয়াসহ প্রবাসীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post