মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ৫মাস বন্ধের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে দেশটির সেলুন, বিউটি পার্লার সহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেশকিছু পরিষেবা থেকে বিরত থাকতে বলেছে দেশটির সুপ্রিম কমিটি। বুধবার মাস্কাট পৌরসভা জানিয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত কাজগুলো থেকে বিরত থাকতে হবে দেশের সকল নাগরিক এবং প্রবাসীদের।
১.এমন প্রসাধনী ব্যবহার যাবে না যা ত্বকে প্রবেশ করে।
২. মুখে ম্যাসাজ করা বা বাষ্প ব্যবহার করা যাবেনা।
৩. গ্রাহকের মুখের কাছে গিয়ে শেভ বা মুখের চুল অপসারণ করা যাবেনা।
৪. মেশিন ব্যবহার করে মুখ বা শরীরের চুল অপসারণ করা যাবেনা।
৫. মরোক্কান স্নান করা যাবেনা।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
৬. সেলুন বা বিউটি পার্লারের সকল ধরণের হোম সার্ভিস বন্ধ।
৭. ফটো সেশন পার্টি ও সামাজিক ইভেন্ট নিষিদ্ধ করা হয়েছে।
সেইসাথে ওমানের রেস্তোরা ও সেলুনে প্রবেশের ও কিছু নতুন নিয়ম জারি করেছে আজ। ওমানে করোনা বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য এবং এই ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করার জন্য রেস্তোরা ও সেলুনে প্রবেশে নতুন সিদ্ধান্ত নিয়েছে মাস্কাট পৌরসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রেস্তোরা ও সেলুনে ৬০ বছরের বেশি বয়সী ও ১২ বছরের কম বয়সী কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না।
সেলুনে বা বিউটি পার্লারে সেবা নেওয়ার সময় অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হব। এছাড়াও মাস্ক খুলে কোনো সেবা নিতে পারবে না। এছাড়াও গ্রাহকদের সাথে কথা বার্তার সময় ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে কথা বলতে হবে। কোনো কাস্টমার যদি করোনা উপসর্গ নিয়ে দোকানে আসে, তাহলে সতর্কতামূলক অবস্থায় তাকে সেবা দেওয়া। সেক্ষেত্রে তার থেকে নগদ পেমেন্ট না নিয়ে অনলাইনের মাধ্যমে অর্থ আদান-প্রদান করা।
মাসকট পৌরসভা আরও বলেছে যে, “পরিষেবা গ্রহণের সময় একজন অন্যজনের থেকে ২ মিটার দূরত্ব বজায় রাখা এবং যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা। গ্রাহকদের আতিথেয়তা প্রদান থেকে বিরত থাকতে হবে।” পৌরসভা আরও বলে, কাজ শুরু করার পর থেকে প্রতি আট কার্যদিবসের পরপর প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। প্রতিষ্ঠানগুলি সময়মতো কাজ করবে। সকল প্রতিষ্ঠানকে জীবাণুমুক্তকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
আরো পড়ুনঃ ওমানের মোট প্রবাসী সংখ্যা জেনে নিন
আরো দেখুনঃ পুনরায় ওমান যেতে আরওপি’র ছাড়পত্র লাগবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post