গত দুই বছরে বিদেশে থাকা প্রায় ৪ লাখ ৬৬ হাজার বাংলাদেশি স্বদেশে ফিরে এসেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি, এক লাখ ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, এক লাখ ৩২ হাজার।
পরিসংখ্যান ব্যুরোর জনশুমারির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের। প্রতিবেদন অনুসারে, বিদেশে অবস্থান করছেন চট্টগ্রাম বিভাগের প্রায় ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার, তৃতীয় অবস্থানে সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার মানুষ। সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের, মাত্র এক লাখ ১৫ হাজার। এরপর ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫৪ হাজার মানুষ প্রবাসে আছেন।
উল্লেখ্য, দেশে ষষ্ঠ জনশুমারি হয় গত বছর ১৫ জুন থেকে ২১ জুন। বিবিএসের চূড়ান্ত হিসাবে বলা হয়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ, পুরুষ ৮ কোটি ৪১ লাখ।
তবে এই জনশুমারি প্রতিবেদনের ক্ষেত্রে খেয়াল রাখার একটি বিষয় আছে বলে উল্লেখ করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায়। তিনি বলেন, ‘যখন শুমারি হয়েছিল, তখন পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হয়েছিল— ছয় মাস আগে কেউ বিদেশ গেছেন কিনা। এখানে শুধু তাদের তথ্য নেওয়া হয়েছে।’
গত বছরের জুন মাসে অনুষ্ঠিত জনশুমারি প্রতিবেদনে, জুন মাসের আগে যারা বিদেশে গিয়েছিলেন, তাদের তথ্য নেওয়া হয়নি। শুধু জুন মাসের পর যারা বিদেশে গিয়েছিলেন, তাদের তথ্যই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post