রেমিট্যান্স বা প্রবাসী আয়-বিশ্বজুড়েই অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতেও সর্বোচ্চ অবদান রাখে এই প্রবাসী আয়। তথ্য মতে, বর্তমানে দেশে ৩৯ লাখ ৫০ হাজার ১৫৫ পরিবারের কাছে রেমিট্যান্স আসে। যার মধ্যে সর্বাধিক ৪২ দশমিক ৪৩ শতাংশ খানার অবস্থান চট্টগ্রামে।
মঙ্গলবার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেখানেই এই তথ্য জানা যায়।
এদিকে কিছুটা গতি ফেরার পর রেমিট্যান্স প্রবাহ আবার নিম্নমুখী ধারায় প্রবাহিত হচ্ছে। এরমধ্যে নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক এসেছে গড়ে ৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার করে। যদিও নভেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসীরা দৈনিক গড়ে ৭ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। এই হিসাবে রেমিট্যান্স প্রবাহ আবার নিম্নমুখী হতে শুরু করেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শুরুতে বাড়তি দামে প্রবাসী আয় কিনেছে অনেক ব্যাংক। কোনও কোনও ব্যাংক প্রতি ডলার ১২৩ থেকে ১২৪ টাকায় প্রবাসী আয় কিনেছে। এরপর ডলারের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রেমিট্যান্সের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়। এর ফলে রেমিট্যান্স প্রবাহে নিম্নমুখী গতি দেখা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post