সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাজা উপত্তাকার একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৩৭ দিন পর এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
The miracle that came after 37 days. Baby born in the first days of the war was rescued alive from the rubble of the house bombed by Israel pic.twitter.com/pDpQ4bInGi
— Gaza Notifications (@gazanotice) November 27, 2023
গাজার ফটোগ্রাফার নুহ আল শাঘনোবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করেছেন। উদ্ধারের আগে শিশুটিকে অনেকে মৃত মনে করলেও তিন ঘণ্টার কঠোর চেষ্টায় উদ্ধারের পর দেখা যায়, শিশুটি জীবিত রয়েছে। তবে শিশুটির মা-বাবা বেঁচে আছেন কি না তা জানা যায়নি।
গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি মারা গেছে, যাদের মধ্যে দুই তৃতীয়াংশই নারী ও পুরুষ। কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। পরে গতকাল মঙ্গলবার কাতার জানায়, এ যুদ্ধবিরতি আগামীকাল বুধবার পর্যন্ত চলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post