যশোরে ইমুতে এক প্রবাসীর কাছে চাঁদা দাবির ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি হলেন, কোতয়ালী থানার সুজালপুর জামতলা এলাকার মকবুল সরদারের ছেলে আলামিন সরদার গোলাপ। এ ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, কোতয়ালী থানার তেঘরিয়া এলাকার মেহেদী হাসান (৪০) নামে এক ব্যক্তি থানায় লিখিতভাবে জানায় তার মামা সাইদ হোসেন মালয়েশিয়া প্রবাসী। তার মামী তেঘরিয়া নতুনহাট বাজারে মার্কেট নির্মান করাকালীন গেল ২১ শে নভেম্বর তারিখ রাতে অনুমানিক সাড়ে ১১ ঘটিকায় জনৈক চাঁদাবাজ আলামিন সরদার গোলাপ তার ব্যবহৃত গোলাপ সরদার নামের ইমো আইডি থেকে মালয়েশিয়া প্রবাসী সাইদ হোসেন কে কল দিয়ে মার্কেট নির্মান করতে হলে তাকে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে চাঁদা দাবি করে।
পরবর্তীতে পুনরায় ২২ শে নভেম্বর তারিখ রাতে অনুমানিক ১১ ঘটিকার সময় বাদীর মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে চাঁদা দাবীপূর্বক খুন জখমের হুমকী প্রদান করে। এ সংক্রান্ত ২৬ শে নভেম্বর কোতয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়। মামলা নং ৭৬, মামলাটি ৩৮৫/৫০৬ ধারায় পেনাল কোড রুজু হয়। সেই মামলা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক খান মাইদুল ইসলাম রাজিব তদন্ত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং অবস্থান নিশ্চিত করে ২৭ শে নভেম্বর তারিখ সকাল ৯ ঘটিকায় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী আলামিন সরদার গোলাপ (২৯)কে পুলেরহাট এলাকা থেকে আটক করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post