দীর্ঘদিন বন্ধের পর অবশেষে ওমানে খুলে দেওয়া হইলো ক্যাফে, রেস্তোরা, সেলুন, বিউটি পার্লার সহ বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান। দেশটির সুপ্রিম কমিটি আজ এক বৈঠকে এই ঘোষণা দেয়। নতুন খুলে দেওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে, রেস্তোরা ও ক্যাফে, সেলুন দোকান, বিউটি পার্লার, হোটেলগুলির কনফারেন্স রুম, জিম, উটের রেস ভেন্যু, লেজার ট্রিটমেন্ট সেন্টার, ওয়াটারপোর্ট সুবিধা, বিবাহের ভাড়া পরিষেবা এবং ঐতিহ্যবাহী ক্লিনিকগুলি চালু করার ঘোষণা দিয়েছে।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
এদিকে ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৪৩ জন আক্রান্ত এবং ৫ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালযয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪,৬৫২ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৯,১৪৭ জন এবং মারা গেছেন মোট ৬৪২ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৪৭ জন, বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০৬ জন এবং এদেরমধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন ১৫১ জন। দেশটির সুপ্রিম কমিটি ও সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষথেকে। সেইসাথে সকল নাগরিক এবং প্রবাসীদের প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানের মোট প্রবাসী সংখ্যা জেনে নিন
আরো দেখুনঃ এক ক্লিকেই ওমানের সব খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post