বিরল এক ঘটনা ঘটে গেল সাতক্ষীরার আশাশুনিতে। ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইনতোলার বিলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম খোকন সানা। তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুদ্দিন সানার ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমন ধানের ক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পায়। খোকন তার জমিতে ইঁদুর মারতে কারেন্ট সংযোগ দেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ইঁদুরের অবস্থা দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই খোকন মারা যান।
ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়লাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post